শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুরে পৌর তাকাফুল কার্যালয়ের আয়োজনে সন্ধানী লাইফ ইন্সুরেন্সের উন্নয়ন সভা
স্টাফ রিপোর্টার ॥

সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের উন্নয়ন সভা চাঁদপুর পৌর তাকাফুল কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর রোববার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের এলিট চাইনিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার।

তিনি বলেন, দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সন্ধানী লাইফ ইন্সুরেন্স। আমরা সম্পূর্ণ পেপারলেসভাবে ডিজিটাল পদ্ধতিতে গ্রাহককে বীমা করার সুযোগ দিচ্ছি। এতে করে অ্যাপসের মাধ্যমে ঘরে বসেও গ্রাহকরা সন্ধানী লাইফ ইন্সুরেন্সের বীমা গ্রাহক হয়ে সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীর মহাব্যবস্থাপক মোঃ রাশেদুল ইসলাম।

সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ চাঁদপুর পৌর তাকাফুল কার্যালয়ের ইনচার্জ মোঃ মানিক খানের সভাপতিত্বে এবং হিসাব ইনচার্জ মোঃ কাউসার আহমেদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর পৌর তাকাফুল কার্যালয়ের ব্রাঞ্চ সমন্বয়ক মোঃ শরিফ হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ কামাল হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়