প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
ঘাসিপুর ঝিলে মাছ নিধন ॥ থানায় অভিযোগ
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ঘাসিপুর ঝিলের মাছ জাল ও বড়শি দিয়ে নিধন করা হচ্ছে। এ ঘটনায় কামাল হোসেন বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘাসিপুর ঝিল ইজারা নিয়ে কামাল হোসেন গং মাছ চাষ করে আসছেন। ঝিলের পাশে বসবাসকারী আলমগীর হোসেন, শারমিন বেগম, জেসমিন, সামু, মিম বেগম, হাসিনা বেগম, ফয়সাল পাটোয়ারী ও তানিয়া আক্তার মিলে জাল ও বড়শি দিয়ে মাছ শিকার করে আসছেন। মাছ ধরার বিষয়টি পাহারাদার দেখে তাদেরকে ডাক দিলে তারা পাহারাদারকে হুমকি দেন, যাতে কাউকে মাছ ধরার বিষয় না জানায়।
গত ৪ অক্টোবর বিকেলে কামাল হোসেন ও তার অন্য অংশীদার মাছ ধরতে দেখে ফেলেন এবং তাদের নিকট হতে জাল, বড়শি ও মাছ উদ্ধার করাসহ তাদেরকে হাতেনাতে আটক করেন। পরে উপস্থিত সাক্ষীগণের জিম্মায় তাদেরকে ছেড়ে দেন। এ ঘটনায় শুক্রবার রাতে উল্লেখিতদের নাম দিয়ে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।
এ ব্যাপারে কামাল হোসেন তালুকদার, আলমগীর খান, কামরুল হাসান, মিজান খান, মাছুম পাটোয়ারী ও আমির গাজী বলেন, আমরা ঝিল ইজারা নিয়ে মাছ চাষ করে আসছি। এ ঝিলটিতে আমাদের ১০ কোটি টাকা ব্যয় হয়েছে ।
উল্লেখিতরা জাল ও বড়শি দিয়ে মাছ চুরি করে ধরে বাজারে বিক্রি করে। এতে আমাদের দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। মাছ চুরির ঘটনায় চাঁদপুর মডেল থানায় অভিযোগ দিয়েছি।