প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০০:০০
মতলবে সহিংতা প্রতিরোধে বাংলাদেশ জামায়াত ইসলামীর পথসভা
মতলব দক্ষিণে সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ জামায়াত ইসলামী ৬ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টায় মতলব বাজার শাহী জামে মসজিদ গেইটে ও স্থানীয় ম্যাক্সি স্ট্যান্ডে পথসভা করেছেন।
পথসভায় পৌর জামায়াতের আমীর মোঃ জসিম উদ্দিন প্রধানের সঞ্চালনায় ও জামায়াত নেতা মোঃ ইদ্রিছ খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মতলব দক্ষিণ উপজেলার আমীর মোঃ আব্দুর রশিদ পাটোয়ারী। এছাড়াও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক প্রমুখ। এ সময় উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।