বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন্স চাঁদপুর-এর বৃত্তি পরীক্ষা
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:৫৯

মতলবে এএমআই মেধা বৃত্তি পরীক্ষা

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে এএমআই মেধা বৃত্তি পরীক্ষা
মতলব দক্ষিণে এএমআই বৃত্তি পরীক্ষায় কেন্দ্র পরিদর্শকসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাংশ।

মতলব দক্ষিণে এসোসিয়েশন অব মডেল ইন্সটিটিউট (এএমআই) বৃত্তি পরীক্ষা বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) আদর্শ স্কুলে অনুষ্ঠিত হয়েছে।

শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১১টি বিদ্যালয়ের ১শ' ৬০জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও কমিটির জেলা প্রতিনিধি ছিলেন হাফেজ মো. মোস্তফা। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন আদর্শ স্কুল মতলবের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন। কেন্দ্র পর্যবেক্ষক ছিলেন মতলব মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আব্দুল মালেক, সহকারী শিক্ষক মাওলানা মো. শফিকুল ইসলাম, আদর্শ স্কুলের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসাইন, সহকারী শিক্ষক মাওলানা মো. আনাস বিন ইসলাম, সহকারী শিক্ষক মাওলানা মো. মহসিন প্রধান ও সহকারী শিক্ষক মারুফ হোসেন। সার্বিক সহযোগিতা করেছেন বিদ্যালয়ের শিক্ষক মো. বোরহান উদ্দিন, মো. হাবিবুর রহমান, কবির হোসেন মিজি, মাহবুবুর রহমান, মুজাম্মেল হক মিজি, আবু ইউসুফ মিয়াজী প্রমুখ।

এ সময় ইসলামিক সোসাইটির সদস্য ও মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোটারিয়ান রেদওয়ান আহমেদ জাকির, ফুলকুঁড়ি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা, সাংবাদিক মো. ইদ্রিস খানসহ সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়