প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:৫৮
এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন্স চাঁদপুর-এর বৃত্তি পরীক্ষা
এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন্স চাঁদপুর-এর বৃত্তি পরীক্ষা বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) সকাল ১০টা থেকে চাঁদপুর জেলার ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেয়।
জানা গেছে, শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশে ২০১২ সাল থেকে এই বৃত্তি পরীক্ষার আয়োজন চলে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩১০০ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ চাঁদপুর, আদর্শ একাডেমী ফরিদগঞ্জ, আদর্শ স্কুল মতলব, শাহরাস্তি মডেল স্কুল, আল কাওসার স্কুল হাজীগঞ্জ, আল ফাতেহা মাদ্রাসা কচুয়া, কাচিয়ারা মাদ্রাসা মতলবসহ ৮টি উপজেলার ১৩টি কেন্দ্রে একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় স্কুল পর্যায়ে দ্বিতীয় শ্রেণীতে ৩৯৪, তৃতীয় শ্রেণীতে ৩৫৬, চতুর্থ শ্রেণীতে ৪৬৪, পঞ্চম শ্রেণীতে ৫৬৪ এবং মাদ্রাসা পর্যায়ে দ্বিতীয় শ্রেণীতে ২৪৬, তৃতীয় শ্রেণীতে ২৪৫, চতুর্থ শ্রেণীতে ৩৬৯ এবং পঞ্চম শ্রেণীতে ৪৫৯ জনসহ মোট ৩১০০ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষার্থীদের মধ্যে টেলেন্টপুল ও সাধারণ গ্রেডে উত্তীর্ণদের সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক পুরস্কার প্রদান করা হবে।
জানা যায়, এ বছর ২য় থেকে ৫ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীগণ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলেও আগামী বছর থেকে ৬ষ্ঠ, ৭ম এবং ৮ম শ্রেণীর শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে।
পরীক্ষাপত্র মূল্যায়ন শেষে আগামী জানুয়ারি মাসের শেষের দিকে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন্স চাঁদপুর-এর সভাপতি, চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের প্রভাষক শাহ আলম। স্বচ্ছতার ভিত্তিতে ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসোসিয়েশনের সভাপতি প্রভাষক শাহ আলম এবং সেক্রেটারী (আদর্শ একাডেমী ফরিদগঞ্জ-এর অধ্যক্ষ) হারুনুর রশীদ ওসমানির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষায় কেন্দ্র পরিদর্শন করেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মাও. বিল্লাল হোসাইন মিয়াজী, বিশেষ উপদেষ্টা চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, অধ্যাপক মো. রুহুল আমিন, এসোসিয়েশনের সভাপতি প্রভাষক শাহ আলমসহ অন্যান্য শিক্ষক প্রতিনিধি ও অতিথিবৃন্দ।