প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:৩২
চাঁদপুর জেলা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১০ ডিসেম্বর কার্যনির্বাহী পরিষদের আলোচনা সভার মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইমদাদুল হক ও সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁঞার স্বাক্ষরে ৫ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।
|আরো খবর
এতে চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক মনোনীত হন মতলব নায়েরগাঁও অনলাইনের প্রোপ্রাইটর মো. আনোয়ার হোসেন, সদস্য সচিব চাঁদপুর সদরের এসএম ইন্টারনেট নেটওয়ার্কের প্রোপাইটর মো. নাজির হোসেন।
আহ্বায়ক কমিটির অন্যরা হলেন : যুগ্ম আহ্বায়ক শাহরাস্তির আরআরএফ অনলাইনের প্রোপ্রাইটর রাজিব, সদস্য চাঁদপুর সদরের টাইমস কমিউনিকেশনের প্রোপ্রাইটর আছমা ইব্রাহিম এবং সদস্য ফরিদগঞ্জের একতা নেটের প্রোপ্রাইটর মো. হাসান পাটওয়ারী।