প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৩:১৯
জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৪) অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
জাসাসের সদস্য সচিব মোবারক হোসেন শিকদারের পরিচালনায় সংগঠনের নিজস্ব সংগীত শিল্পীদের সমবেত দলীয় সংগীত 'প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ/ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ', 'সূর্যোদয়ে তুমি সূর্যাস্ত তুমি', 'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে' গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় । এরপর একে একে জাসাসের সাবেক জেলা সভাপতি কণ্ঠশিল্পী গোলাম মোস্তফা রতন, সদর উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক শোয়েব মো. কলিম, পৌর জাসাসের নবাগত আহ্বায়ক কণ্ঠশিল্পী ও নাট্যশিল্পী শাওন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক রাজিব চৌধুরী সহ অন্য শিল্পীরা দেশাত্মবোধক, আধুনিক গান, দলীয় নৃত্য ও একক সংগীত পরিবেশন করেন।
জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমানের অনুষ্ঠান সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক নাট্যশিল্পী হারুনুর রশিদ ডাক্তার, পিএম বিল্লাল হোসাইন, সুলতানা সেতু, জাকির হোসেন বন্দুকসী, পৌর জাসাসের নবাগত সদস্য সচিব নাট্যশিল্পী সিয়াম খান, সদস্য এস এম সোহেল সহ আরো অনেকে।