বুধবার, ০২ এপ্রিল, ২০২৫  |   ৩৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৬

মতলব শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন

মতলব শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন তানভীর হুদা।
অনলাইন ডেস্ক

মতলব দক্ষিণে শহিদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সিজন-১-এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার সন্তান, বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) সকাল ১১ টায় মতলবের ঐতিহ্যবাহী নিউ হোস্টেল মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি বিলাল হোসেন মৃধার সভাপতিত্বে ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মিজানুর রহমান কাজলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র শাহ গিয়াস, উপজেলা বিএনপির সাবেক

সহ-সভাপতি এম এ মতিন, বিএনপির নেতা দেওয়ান মো. সুরুজ, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সাইদুল ইসলাম শিপলু, টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা ডা. নুরে আলম অভি, আজিজুল ইসলাম বাবু, আলমাছ প্রধান, মাহবুবুর রহমান, সদস্য আজিজুল ইসলাম বাবু, সাইফুল ইসলাম লিংকন, সারোয়ার ফরাজী, ধনাগোদা বার্তার সম্পাদক আশরাফুল জাহান শাওলিন, কমিটির সদস্য মাহবুবুর রহমান, ইব্রাহিম সুমন, মাহমুদুল হাসান অনিক, ফয়সাল আহম্মেদ, আজারুল ইসলাম শিফাত, রাহাত গাজী, সিয়াম আহম্মেদ, আনাস, মাহতাব প্রমুখ।

ধারাবিবরণী দেন ফয়সাল আহম্মেদ। ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার দেয় স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি, মিডিয়া পার্টনার ধনাগোদা বার্তা। আম্পায়ারের দায়িত্ব পালন করেন আজিজুল ইসলাম বাবু ও মো. সোলায়মান।

উদ্বোধনী খেলায় মতলবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একাদশ ঢাকা গাজীপুরের তুহিন স্পোটিং ক্লবের মুখোমুখি হয়। খেলায় তুহিন স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে জয়লাভ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়