বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫১

চাঁদপুর জেলা মুক্ত স্কাউট গ্রুপ ফোরামের বিজয় দিবস উদযাপন

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
চাঁদপুর জেলা মুক্ত স্কাউট গ্রুপ ফোরামের বিজয় দিবস উদযাপন

গত ১৬ ডিসেম্বর চাঁদপুর জেলা স্কাউটস গ্রুপ ফোরামের আয়োজনে জেলা স্কাউট ভবন প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করা হয়। উল্লেখযোগ্য কর্মসূচি ছিলো পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও সালাম প্রদান, প্রার্থনা সংগীত, প্রতিজ্ঞা পাঠ, শারীরিক কসরত, বিজয় র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ। ফোরামের আহ্বায়ক মো. শাহজাহান সিদ্দিকী এ. এল.টি.- এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক পূরবী সরকার। তিনি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অংশগ্রহণকারী মুক্ত স্কাউট গ্রুপগুলো হলো : শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপ, মেঘনা পাড় মুক্ত স্কাউট গ্রুপ, চাঁদপুর ওপেন স্কাউট গ্রুপ, হিলশা সিটি ওপেন স্কাউট গ্রুপ, কমিউনিটি পুলিশিং মুক্ত স্কাউট গ্রুপ এবং প্রতিষ্ঠান হিসেবে আল আমীন একাডেমী। বিভিন্ন গ্রুপের নেতৃত্ব থেকে অনুষ্ঠানে উপস্থিত থাকেন সুফী খায়রুল আলম খোকন, সফিউল আলম এ. এল.টি, সাংবাদিক স্কাউটার নেয়ামত হোসেন, বিপ্লব সরকার, মাসুদ দেওয়ান (উড ব্যাজার), প্রিতম ভৌমিক, মোস্তফা কামাল (উড ব্যাজার), জিয়াউদ্দিন (উড ব্যাজার), হাসিব খান (উড ব্যাজার), সাইফুল ইসলাম, আরিফ হোসেন অপু প্রমুখ। প্রায় দুশতাধিক স্কাউট ৫৪ তম মহান বিজয় দিবসের উল্লেখিত অনুষ্ঠানে অংশ নেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়