প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:২১
একজন খাঁটি মমিন হতে হলে পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলতে হবে ----পীর সাহেব ছারছীনা
একজন খাঁটি মমিন মুসলমান হতে হলে পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত মেনে চলতে হবে। হারাম কী হালাল কী তা বুঝতে হবে। আলম-ওলামা কী বলে সেটা শুনতে হবে এবং সেভাবে আমল করে পরিবারের সকলকে দ্বীনের পথে পরিচালিত করতে হবে। তাহলেই ইহকাল ও পরকালের নাজাতের পথ সাধিত হবে বলে ছারছীনার পীর আলহাজ্ব মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমেদ হুসাইন বলেছেন। তিনি গত সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) রাজারগাঁও দ্বীনিয়া মাদ্রাসা মাঠে ওয়াজ ও দোয়া মাহফিলের বয়ানে কথাগুলো বলেন। উক্ত মাহফিলে পীরের সফরসঙ্গীগণও বয়ান করেন। মাহফিলে সভাপতিত্ব করেন রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমান।