বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কড়াইল বৌ-বাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট
  •   বাকৃবিতে শিক্ষকদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ
  •   সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২
  •   মতলবে মেয়াদোত্তীর্ণ কমিটি বাদ দিয়ে তৃণমূলের অংশগ্রহণে কমিটি গঠনের দাবিতে বিএনপির গণমিছিল।
  •   এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন্স চাঁদপুর-এর বৃত্তি পরীক্ষা

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:০৫

হাইমচরে চাঁদপুর খবরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. সাজ্জাদ হোসেন রনি
হাইমচরে  চাঁদপুর খবরের  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হাইমচরে চাঁদপুর খবরের প্রতিষ্ঠাবার্ষিকী। ছবি চাঁদপুর কন্ঠ।

চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর খবরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইমচরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) বিকেল ৩টায় হাইমচর প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায়

ক্লাবের আহ্বায়ক ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ হোসেন দিপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন।

তিনি বলেন, সাংবাদিককের সৌন্দর্য হলো তথ্যভিত্তিক অনুসন্ধানী নিউজে। যার লেখা সংবাদ যতো বেশি তথ্যপূর্ণ হবে, তার সংবাদই পাঠকের কাছে ততোই গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

তিনি বলেন, তথ্য গোপন করা একটি দণ্ডনীয় অপরাধ। সাংবাদিক কারো কাছে তথ্য চাইলে সঠিক তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতা করা উচিত। তবেই তারা সংবাদপত্রের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে পারে।

তিনি বলেন, আমার কাছে যখন কোনো সংবাদকর্মী তথ্য চায়, আমি তৎক্ষণাৎ পরিপূর্ণ তথ্য দিয়ে ঐ সংবাদকর্মীকে সহযোগিতা করি। আইনি বিষয়ে আপনাদের যে কোনো তথ্যের জন্যে আমার কাছে যাবেন, আমি আপনাদের সহযোগিতা করবো।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়