প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫
রাজারগাঁওয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস পালন
রাজারগাঁও ফাজিল মাদ্রাসা।
|আরো খবর
হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে পতাকা উত্তোলন করে দিবসের কার্যক্রম শুরু হয়। মাদ্রাসার হল রুমে আলোচনা সভা, কোরআন তেলাওয়াত, হামদ, নাত, রচনা প্রতিযোগিতা ও মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আবু বকর ছিদ্দিকের উপস্থাপনায় বক্তব্য রাখেন আরবী প্রভাষক মাওলানা গাজী নোমান হোছাইন ও শিক্ষক মো. এমরান হোসাইন।
অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক- কর্মচারী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
রাজারগাঁও উচ্চ বিদ্যালয়
আলমগীর কবির।।
হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
গত ১৬ ডিসেম্বর সকালে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা, বিভিন্ন রকমের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহপরানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান চৌধুরী, সহকারী সিনিয়র শিক্ষক মো. আকবার হোসেন, শাহিদা বেগম, আতিকুর রহমান, আবুল কাশেম, শাহিনা আক্তার, আবদুল কাইউম ও আবদুল হান্নান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. ছিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবসে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি, চেয়ারম্যান মো. মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুবদলের সহ-সভাপতি মো. বাসার আহমেদের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতবৃন্দ শহীদ মিনারে ফুলের তোড়া অর্পণ করেন।
ছবি-আলমগীর কবির।