বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন্স চাঁদপুর-এর বৃত্তি পরীক্ষা
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:৫২

এখনো সময় আছে, পরিণামের কথা চিন্তা করে মূল স্রোতে চলে আসুন : এমএ হান্নান

এখনো সময় আছে, পরিণামের কথা চিন্তা করে মূল স্রোতে চলে আসুন : এমএ হান্নান
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান বলেছেন, অন্তর্বর্তী সরকার বলেছে, ২০২৬ সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামীর নির্বাচন কঠিন হবে। অর্থাৎ এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে, তার চেয়েও কঠিন নির্বাচন হবে এটি। তাই আপনারা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা এবং বিএনপির ৩১দফার কথা পৌঁছে দিবেন। আমরা ইতোমধ্যেই সেই লক্ষ্যে পুরো উপজেলার প্রতিটি ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত সম্মেলন সম্পন্ন করেছি। আশা করছি ধানের শীষের স্মরণকালের সেরা বিজয় নিশ্চিত হবে আগামী নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে। আমাদের প্রতিটি সম্মেলনে নারী-পুরুষের ঢল তার প্রমাণ দেয়। গত ১৭ বছরের যন্ত্রণার আক্ষেপ তারা ব্যালটের মাধ্যমে ঘোচাতে চায়।

বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) বিকেলে বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপির আয়োজনে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত ইউনিয়ন বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।

বিএনপির মূল স্রোতের বাইরে থাকা নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখনো সময় আছে, পরিণামের কথা চিন্তা করে মূল স্রোতে চলে আসুন। ধানের শীষের জন্যে মাঠে কাজ করুন। স্রোতের বাইরে থেকে ভেতরে ভেতরে পতিত ফ্যাসিবাদীদের সহযোগিতা করবেন, তা হতে দেয়া যাবে না। আমরা এ ব্যাপারে সতর্ক রয়েছি।

ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম কাঞ্চনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান আহেমদ শামীম পাটওয়ারীর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী, মঞ্জিল হোসেন, আবু জাফর খসরু মোল্লা, আবদুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম, মহসীন মোল্লা, মাসুদ আলম, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু ও সদস্য সচিব শাওন চৌধুরী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়