প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ২১:১৬
ফরিদগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে প্রারম্ভিক কর্মশালা
নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ফরিদগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) সকালে পানি উন্নয়ন বোর্ডের হল রুমে কর্মশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খানের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করেন প্রশাসক এআরএম জাহিদ হাসান।
কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু সালেহ।
পরিকল্পিত উপায়ে নগর সেবা ও সুযোগ-সুবিধা উন্নত করে জীবনযাত্রার মান বৃদ্ধি করার লক্ষ্যে প্রাথমিক কাজ হিসেবে বুধবার অংশীজনদের সাথে বসেন শেলটেক কর্মকর্তারা। একাধিক জরিপ এবং রোড ম্যাপ করে পরবর্তীতে একটি পরিকল্পনা প্রতিবেদন আকারে প্রণয়ন করা হবে বলে জানান শেলটেক কর্মকর্তাগণ।
বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মহাপরিকল্পনা প্রণয়ন করছে শেলটেক। প্রতিষ্ঠানটি পঞ্চবার্ষিকী, দশ বছর ও বিশ বছর মেয়াদী পরিকল্পনা প্রণয়ন করছে।
প্রশিক্ষণ পরিচালনা করেন টিম লিডার (মাস্টার প্লান) ড. আখতার হোসেন চৌধুরী ও সিনিয়র পরামর্শক (জিআইএস এন্ড আরএস) পুলিন চন্দ্র গোলদার। প্রশিক্ষণ শেষে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহামুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, ফরিদগঞ্জ থানার এসআই নাসির উদ্দিন, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব প্রমুখ।