বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩

হাইমচরে শহিদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

মো.সাজ্জাদ হোসেন রনি
হাইমচরে শহিদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
হাইমচরে শহিদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

হাইমচর উপজেলায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা সদর আলগী বাজারস্থ দুর্গাপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ শহিদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযুদ্ধাগণ শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক আব্দুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন, উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ, সাবেক কমান্ডার বারেক বকাউল, হাইমচর প্রেসক্লাব আহ্বায়ক মো. ফারুকুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ. দা.) ডা. জনি ঘোষ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, পল্লী বিদ্যুতের হাইমচর সাব-জোনাল অফিসের এজিএম মো. হাফিজুর রহমান, সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. রতন শেখ, হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটওয়ারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়