প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:১৫
মতলবে সংগঠন বহির্ভূত ওয়ার্ড কমিটি গঠনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
মতলব দক্ষিণে সংগঠনের নিয়ম বহির্ভূতভাবে ও অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠনের বিরুদ্ধে শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. শাহগিয়াস।
মতলব ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজীব সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন মিয়াজী, পৌর যুবদল নেতা আল আমিন প্রধান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম শিপলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানে আলম বাবু, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারেয়ার ফরাজী, যুবদল নেতা আল মামুন ডালিম, সোহেল প্রধান, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লাল প্রধান, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক রবিউল প্রধান, উপাদী উত্তর যুবদল নেতা রোবেল, সানি, বাবলু, যুবদল নেতা জসিম ফকির, মো. হানিফ প্রধান, রুবেল প্রধান, বাবু আহমেদ মিয়াজী, যুবদল নেতা বিল্লাল মুন্সী, কলেজ ছাত্রদল নেতা নাসিম, রাহাত, মো. রাফি, এরফান, হাবিব, ইমন প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি মতলব পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় রিক্সা স্ট্যান্ডে এসে সমাপ্ত হয়। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।