বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৭

হাজী লোকমান পাবলিক স্কুলের বিজয় দিবস উদযাপন

হাজী লোকমান পাবলিক স্কুলের বিজয় দিবস উদযাপন
হাজী লোকমান পাবলিক স্কুলের বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন স্থানীয় সরকার বিভাগ, চাঁদপুর-এর উপপরিচালক মো. গোলাম জাকারিয়া।
অনলাইন ডেস্ক

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নের নানুপুর গ্রামে অবস্থিত চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।

বিদ্যালয়ের শিক্ষিকা মাইসা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, শেখ মহসিন ও কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার আলী আক্কাস মিয়াজী।

সিনিয়র শিক্ষিকা মারিয়া রহমানের সমন্বয়ে পরিচালিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুরজমিনের ভারপ্রাপ্ত সম্পাদক তাসলিমা জামান মুক্তা, স্কুলের পরিচালক মরিয়ম জামান রোজা, ফরক্কাবাদ কলেজের প্রভাষক শাহজালাল, রাজধানীর আইডিয়াল কলেজের প্রভাষক আবুল কাশেম, প্রবাসী ফয়েজ পাঠান সহ অনেকে ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন আক্তারের ছেলে হাফেজ ইয়াসিন আরাফাত। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সরকারের উপসচিব মো. গোলাম জাকারিয়া।

অনুষ্ঠানের প্রধান অতিথি গোলাম জাকারিয়া বলেন, আজ সারাদেশে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। তারই মধ্যে চাঁদপুরের হাজী লোকমান পাবলিক স্কুল এই দিবসটিকে পালনের লক্ষ্যে এতো সুন্দর আয়োজন করেছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। ছাত্র-ছাত্রীরা আজ জানতে পারবে এই দিনটিকে কেন মহান বিজয় দিবস হিসেবে পালন করা হয়। মোহাম্মদ রোকনুজ্জামান রোকনকে ধন্যবাদ জানাচ্ছি গ্রামাঞ্চলে এতো সুন্দর পরিবেশে স্কুলটি পরিচালনা করার জন্যে। নিজস্ব ভবনে স্কুলটি খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমি এই স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। স্কুলের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতি দেখে মনে হয়, তারা আজ আনন্দিত। আমাকে এতো সুন্দর একটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্যে স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এই স্কুলের কোনো কাজে যদি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু করার থাকে, আপনারা আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমি সরকারের পক্ষ থেকে করার চেষ্টা করবো।

তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে উঠতে পারে না। তাই শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি আজ এই দিবসে যে প্রতিযোগিতা হয়েছে, এতে যারা তোমরা বিজয়ী হয়েছ তাদেরকে অভিনন্দন জানাই। স্কুলের এই ধরনের আয়োজনের মাধ্যমে জ্ঞানার্জন অনেক সহজ হবে বলে আমি মনে করি। আমি এই স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমি স্কুলটি ঘুরে ঘুরে দেখলাম। খুব সুন্দর পরিবেশ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে ভালো লাগলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়