বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ২৩:৪২

সম্মেলনের মাধ্যমে দলকে শক্তিশালী করার পাশাপাশি কর্মীদের মধ্যে চাঙ্গাভাব এনেছি : এম এ হান্নান

সম্মেলনের মাধ্যমে দলকে শক্তিশালী করার পাশাপাশি কর্মীদের মধ্যে চাঙ্গাভাব এনেছি : এম এ হান্নান
অনলাইন ডেস্ক

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান বলেছেন, ফরিদগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গ-সংগঠনের ৯৫ ভাগ লোক মূল স্রোতের সাথেই রয়েছেন। এর বাইরে যারা রয়েছেন, তারা স্রোতের বিপরীতে হারিয়ে যাবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সকলে মিলে মাঠে কাজ করছি। আমাদের চেষ্টা বৃথা যেতে পারে না। যারা সুবিধাবাদী বা পতিত আওয়ামী লীগের বি টিম হিসেবে এতোদিন কাজ করেছেন, তারা সাবধান হয়ে যান। তারা যদি আবারো চক্রান্ত করেন, তবে তা ভালো হবে না। আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। প্রতিটি ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের সম্মেলনের মাধ্যমে দলকে শক্তিশালী করার সাথে সাথে কর্মীদের মধ্যে চাঙ্গাভাব এনেছি। তাই আমাদের প্রতিটি সম্মেলনে নারী-পুরুষদের উপচেপড়া ভিড় দেখতে পাচ্ছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৪) বিকেলে শোল্লা স্কুল এন্ড কলেজ মাঠে সুবিদপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি পতিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদের সাথে যা করেছেন, তা অবর্ণনীয়। কিন্তু আমরা আপনাদের সাথে কিছুই করিনি। এরপর আপনারা বিভিন্ন স্থানে গোপনে জড়ো হয়ে কুকর্ম করার পাঁয়তারা করছেন। আমি আপনাদের সাবধান করে দিচ্ছি। এবার আর ছাড় পাবেন না।

ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভুলুর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খলিফার পরিচালনায় এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খানের তত্ত্বাবধানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান বকুল, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী, মজিবুর রহমান দুলাল, মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, আবদুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম, মহসীন মোল্লা, মাসুদ আলম, ইউপি চেয়ারম্যান মহসীন হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, সদস্য সচিব শাওন চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়