প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৪
বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) সকালে কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুষ্পস্তবক শেষে কলেজ হলরুমে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
|আরো খবর
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোশাররফ হোসেনের সভাপ্রধানে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, নুরজাহান আক্তার, প্রভাষক মো. রাশেদুল হাছান ও মো. তাজুল ইসলাম হাওলাদার, শিক্ষার্থী নিয়াজ হোসাইন, খাদিজা আক্তার ও মেহেদী হাসান প্রমুখ।
সভায় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মোশাররফ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সহকারী অধ্যাপক এস.এম. লিয়াকত হোসেনের সঞ্চালনায় বক্তব্য শেষে দেশের সকল শহীদের মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া-মাহফিল পরিচালনা করেন কলেজের প্রভাষক নূর মোহাম্মদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী কামরুন্নাহার ও গীতা থেকে পাঠ করেন প্রভাষক শিপন মজুমদার। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নির্মল চক্রবর্তী, মিহির চক্রবর্তী, অর্পিতা বর্ধন, মো. শাহআলম কৃষ্ণপদ পাল, মতিয়া মাহবুবা আক্তার, মোসাম্মৎ মাসুমা আক্তার, কাজী মোহাম্মদ নাসির উদ্দিন, অনিমা রাণী পাল ও সায়লা নাজনিন, প্রভাষক শামীমা আক্তার, মো. আব্দুল্লাহ আল শাহীন, মো. আব্দুর রহিম, দিগন্ত ত্রিপুরা, সোহাগ হোসেন, নাজমুন নাহার, তাহেরা, রাজিবুল ইসলাম, তহুরা আক্তার, রাজীব রানা, শিপন মজুমদার, বিমল কৃষ্ণ পাল, সরূপ কুমার ভৌমিক, ইমাম হোসাইন ও ক্রীড়া শিক্ষক ইমাম হোসেন হীরাসহ শিক্ষার্থীরা।।