প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:০৩
নারায়ণগঞ্জে পূর্বাচলের লেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের ২ নম্বর সেক্টরে লেকের পানি থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত কিশোরীর নাম সুজানা (১৮)। তিনি ঢাকার ভাষানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে পূর্বাচলের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় ৪ নম্বর সেতুর নিচে লেকের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেলের হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল) মেহেদী ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে নিহতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পরবর্তীতে নিহতের মা চম্পা বেগম মরদেহটি শনাক্ত করেন। পুলিশ ও পরিবারের বরাত দিয়ে জানা গেছে, সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে সুজানা বাসা থেকে বের হন। রাতে বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে গণমাধ্যমে মরদেহ উদ্ধারের খবর দেখে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং মরদেহটি সুজানার বলে শনাক্ত করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, "মরদেহের গলায় ও মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন।"
এ ঘটনায় রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনার তদন্ত চলছে।