সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪

নারায়ণগঞ্জে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

মো: জাকির হোসেন
নারায়ণগঞ্জে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
আন্তঃজেলা যানবাহন চোর চক্রের ৫ জন গ্রেপ্তার, ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের মূল হোতাসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চোরাইকৃত তিনটি মোটরসাইকেল, দুটি সিএনজি এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ এই সাফল্য অর্জন করে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা এই চক্র রাতের আঁধারে গাড়ি চুরি করে আসছিল। গ্রেপ্তারকৃত চোরদের পরিচয় গ্রেপ্তারকৃতরা হলেন: 1. চক্রের মূল হোতা আতাউর রহমান (৩৫), পিতা মোহর মাস্টার, জালকুড়ি পশ্চিম পাড়া। 2. সুমন মন্ডল (৪২), পিতা মৃত আসমত আলী, নুনের টেক, সোনারগাঁও। 3. ওয়াকি (২৫), পিতা মৃত গিয়াস উদ্দিন, জালকুড়ি পশ্চিম পাড়া। 4. বাবু ভূঁইয়া, পিতা মৃত দুলাল ভূঁইয়া, গোদনাইল সৈয়দ পাড়া। 5. রাজিব হোসেন (৩৬), পিতা মো. ছানোয়ার আলী, জালকুড়ি দক্ষিণ পাড়া। অভিযানের বিবরণ পুলিশ জানায়, বুধবার রাত ১২টায় সাইনবোর্ড এলাকায় পিবিআই অফিসের সামনে একটি গ্যারেজে চোরাই গাড়ি কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে আতাউর, সুমন মন্ডল ও রাজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে ওয়াকি ও বাবুকে গ্রেপ্তার করা হয়। তাদের দেখানো মতে, ওয়াকির বাসার পাশের একটি গলি থেকে একটি চোরাই নোয়া মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। চক্রের অপরাধের ইতিহাস পুলিশ সুপার জানান, এই চক্রটি বিভিন্ন এলাকা থেকে নিয়মিত মোটরসাইকেল, সিএনজি, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন চুরি করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ ৩ থেকে ৬টি মামলা রয়েছে। তিনি আরও জানান, অভিযুক্তদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদের কাছ থেকে চোরাই আরও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশের হুঁশিয়ারি পুলিশ চোর চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়ে জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে তাদের কার্যক্রম আরও জোরদার করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়