প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০০:০০
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চাঁদপুর পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা
দুটোতেই ৩নং বালিকা সপ্রাবি চ্যাম্পিয়ন
চাঁদপুর পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ জুন মঙ্গলবার সকাল ১০টায় হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথমে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ ফাইনালে অংশগ্রহণ করে ৩নং বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম চাঁদপুর সদর উপজেলা। নির্দিষ্ট সময়ে কোনো দল গোল করতে না পারায় টাইব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হয়। টাইব্রেকারে চাঁদপুর সদর উপজেলাকে ২-০ গোলে হারিয়ে ৩নং বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দ্বিতীয় খেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট ফাইনালে অংশগ্রহণ করে রেলওয়ে স্কেভেঞ্জার্স সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ৩নং বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই খেলায় ৫-০ গোলে রেলওয়ে স্কেভেঞ্জার্সকে হারিয়ে ৩নং বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের খেলার জন্যে যত ধরনের সহযোগিতা আমার পক্ষ থেকে করা হবে। তিনি আরো বলেন, চাঁদপুর পৌর এলাকায় শিশুদের খেলার মাঠ না থাকায় শিশুরা ডিভাইসের প্রতি আসক্তি হচ্ছে। সেই কারণেই পৌরসভায় প্রতিটি ওয়ার্ডে শিশুদের জন্যে একটি মাঠ প্রয়োজন, সেই লক্ষ্যে কাজ করছি। খালি জায়গা পেলে খেলার মাঠ করে দিবো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস। উপস্থিত ছিলেন হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবুল, গুণরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন, ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দীন পাটওয়ারী, বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ইমরান, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রেজাউল করিম বিপ্লব প্রমুখ।