প্রকাশ : ১২ জুন ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
খেলাধুলাকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কাপ ফুটবল যুগান্তকারী উদ্যোগ
------------------মেয়র আবুল খায়ের পাটওয়ারী
ফরিদগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ১১ জুন মঙ্গলবার বিকেলে উপজেলা সদরস্থ ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু কাপে কেরোয়া সপ্রাবিকে ৩-১ গোলে ভাটিরগাও সপ্রাবি পরাজিত করে চ্যাম্পিয়ন এবং বালিকা উত্তর সপ্রাবি টাইব্রেকারে চরবড়ালি সপ্রাবিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণকালে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলাকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী উদ্যোগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এর মাধ্যমে শিশুদের ক্রীড়া ক্ষেত্রে মেধা বিকশিত হচ্ছে। আজ মেয়েরা ফুটবলে দেশকে নেতৃত্ব দিচ্ছে, যার শুরুটা এই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট দিয়েই হয়েছিল। আশা করি ফরিদগঞ্জে চলমান এসব টুর্নামেন্টকে এগিয়ে নিতে ক্রীড়ামোদী লোকজন এগিয়ে আসবেন। খেলাকে পৃষ্ঠপোষকতা করে উপজেলার সুনাম ধরে রাখতে সহায়তা করবেন। আজকের এই খেলায় ছোট ছোট শিশুরা যেভাবে খেলেছে, তাতে আমি বিমোহিত।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাবুল ইসলামের সভপতিত্বে অতিথি হিসেবে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি, উপজেলা স্কাউটসের কমিশনার হাছিনা আক্তার, ভাটিরগাঁও সপ্রাবির প্রধান শিক্ষক দিলীপ রায়, বালিকা উত্তর সপ্রাবির প্রধান শিক্ষক গোলাম রাব্বানী. কেরোয়া সপ্রাবির জাহাঙ্গীর পাটওয়ারী, আধ কাদের পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।