প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে বন্ধু ব্যাচ ইলিশের বাড়ি ’০২-’০৪-এর ক্রিকেট টুর্নামেন্ট
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বন্ধু ব্যাচ ইলিশের বাড়ি ০২-০৪-এর প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রিভার সাইড চাঁদপুর। রানার্স আপ হয়েছে মাতৃছায়া ক্রিকেটার্স।
টুর্নামেন্টে অংশ নিয়েছিলো ব্যাচের ৪টি দল। দলগুলো ছিল টিম ডাকাতিয়া, রিভার সাইড চাঁদপুর, বালুর মাঠ এক্সপ্রেস চাঁদপুর ও মাতৃছায়া ক্রিকেটার্স চাঁদপুর।
চাঁদপুর স্টেডিয়ামে ৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টায় দিনব্যাপী টুর্নামেন্টের খেলা শুরু হয় এবং বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ফাইনালে লড়াই হয় মাতৃছায়া ক্রিকেটার্স ও রিভার সাইড চাঁদপুর-এর মধ্যে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডঃ হুমায়ুন কবির সুমন।
বন্ধু ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ৫ম আসরের কমিটির দায়িত্বে ছিলেন আহ্বায়ক হাবিবুর রহমান পাটওয়ারী, সমন্বয়কারী মোঃ মাইনুদ্দিন, সদস্য সচিব রাকিবুল হাসান খান, সদস্য সাফা উদ্দিন আহমেদ, এমএইচ খান জনি, ইমন সরকার ও সোহাগ খান।