প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
চিকিৎসকদের আয়কর রিটার্নের প্রমাণ দাখিলের নির্দেশ
আগামী ৩১ জানুয়ারির মধ্যে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ অনলাইনে আপলোড করতে চিকিৎসকদের প্রতি নির্দেশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। রোববার (২১ জানুয়ারি) প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, মেডিকেল-ডেন্টাল চিকিৎসক হিসেবে চূড়ান্ত নিবন্ধন প্রাপ্তির জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে আবেদনকারী এবং ইতোমধ্যে মেডিকেল/ডেন্টাল চিকিৎসক হিসেবে নিবন্ধনপ্রাপ্ত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সূত্রোক্ত পত্রের মাধ্যমে আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৪ অনুযায়ী রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
এতে বলা হয়েছে, চূড়ান্ত নিবন্ধনপ্রাপ্ত মেডিকেল/ডেন্টাল চিকিৎসকগণকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে এবং চূড়ান্ত নিবন্ধন প্রাপ্তির জন্য আবেদনকারীকে আবেদনের ফি জমাদানপূর্বক বিএমঅ্যান্ডডিসি অনলাইন পেমেন্ট সিস্টেমে নিন্মোক্ত ডকুমেন্টগুলো আপলোড করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
১. ই-টিআইএন (ব-ঞওঘ) সার্টিফিকেট
২. বিগত অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ।
অনলাইন পেমেন্ট সিস্টেমের লিঙ্ক-যঃঃঢ়ং://ঢ়ধুসবহঃ.নসফপ.ড়ৎম.নফ
ই-টিআইএন প্রাপ্তির লিঙ্ক-যঃঃঢ়ং://ংবপঁৎব.রহপড়সবঃধী.মড়া.নফ/ঞওঘঐড়সব
ই-রিটার্ন জমাদানের লিঙ্ক-যঃঃঢ়ং://বঃধীহনৎ.মড়া.নফ/
সূত্র : ঢাকা পোস্ট।