প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০০:০০
৫শ’ ফুট পাইপ স্বল্পতায় ইরিগেশন স্কীম বন্ধের উপক্রম
মাত্র ৫শ’ ফুট পাইপ স্বল্পতার কারণে তিন গ্রামের ইরিগেশন স্কীম বন্ধ হবার উপক্রম হয়েছে বলে স্কীম ম্যানেজার জানিয়েছেন। প্রয়োজনীয় পাইপটুকু সহায়তা পেতে ইতিমধ্যে স্কীম ম্যানেজার তাজুল ইসলাম নিজে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন।
বাকিলা ইউনিয়নের সন্না, ফুলছোঁয়া ও খলাপাড়া গ্রামের প্রায় ৮৮ একর কৃষি জমি নিয়ে বহু বছর ধরে স্কীম চালু রয়েছে। চলতি মৌসুমে ইরি-বোরো জমির বীজতলা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে ইরি-বোরো চাষের জন্যে প্রাথমিকভাবে জমি তৈরির কাজ শুরু করেছেন কৃষকরা। জমি তৈরির জন্যে প্রথমে পর্যাপ্ত পানি সরবরাহ অবশ্যক। নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করতে প্রধান বাধা হচ্ছে পাইপ স্বল্পতা। এই স্কীমে ড্রেনের কাজ চলমান রয়েছে।
মাঠের কৃষক আবুল খায়ের, সফিক ও হাসেম জানান, স্কীম ম্যানেজার তাজুল ইসলাম আমাদেরকে বলেছেন, তিনি এবার ইরি স্কীম চালু করবেন, তাই বীজ কিনে বীজতলা তৈরি করতে।
স্কীম ম্যানেজার তাজুল ইসলাম জানান, ইউএনও স্যার, বিএডিসির স্যার ও কৃষি স্যারের কাছে পাইপ চেয়ে আরো কয়েকদিন আগে আবেদন করেছি। সরকারিভাবে আমাদের স্কীমের জন্যে ৫শ’ ফুট পাইপ দিলে তিন গ্রাম নিয়ে পরিচালিত স্কীমটি প্রাণ ফিরে পাবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল মুঠোফোনে চাঁদপুর কণ্ঠকে জানান, নতুন আসার কারণে বিষয়টি এখনো আমার নজরে আসেনি, এখন জানতে পেরেছি, আমি খোঁজ নিয়ে দেখছি।