প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
সাবেক ছাত্রনেতা আঃ বাতেন চৌধুরীর মাতৃবিয়োগ
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা হরিপুর চৌধুরী বাড়ির মরহুম আঃ বাসেত (কাঞ্চন) চৌধুরীর সহধর্মিণী এবং সাবেক ছাত্রনেতা আবদুল বাতেন চৌধুরী ও আবদুল বারী (মিতু) চৌধুরীর মা গতকাল ৩০ ডিসেম্বর শনিবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ঢাকার ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)।
আবদুল বাতেন চৌধুরী ও আবদুল বারী (মিতু) চৌধুরীর মা দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বিগত ৩ দিন যাবৎ মরহুমা ঢাকার ধানমন্ডিস্থ আনোয়ার খান মেডিকেল কলেজ ও হাসপাতালে লাইফ সাপোর্টে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমার নামাজে জানাজা আজ রোববার সকাল ৮টায় গণি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং পরবর্তীতে সকাল ১১টায় চান্দ্রা হরিপুর চৌধুরী বাড়িতে অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে মরহুমাকে হরিপুর চৌধুরী বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।