শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ইকরা মডেল একাডেমির বার্ষিক চূড়ান্ত মূল্যায়নের ফলাফল প্রকাশ, মেধা পুরস্কার বিতরণ ও মা সমাবেশ

অনলাইন ডেস্ক
ইকরা মডেল একাডেমির বার্ষিক চূড়ান্ত মূল্যায়নের ফলাফল প্রকাশ, মেধা পুরস্কার বিতরণ ও মা সমাবেশ

চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজারস্থ ইকরা মডেল একাডেমির ২০২৩ সালের বার্ষিক চূড়ান্ত মূল্যায়নের ফলাফল প্রকাশ, কৃতী শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার বিতরণ ও মা সমাবেশ গতকাল ৩০ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় একাডেমির ক্যাম্পাস-১ মাঠে অনুষ্ঠিত হয়েছে। একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন টিটোর সভাপ্রধানে এবং প্রাথমিক শাখার অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। সংবর্ধিত অতিথি ছিলেন জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক রাশেদ শাহরিয়ার পলাশ। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোসাম্মৎ রাবেয়া আক্তার, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক ও চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মৃনাল কান্তি দাস, বিশিষ্ট সমাজসেবক মোঃ সাইফুদ্দিন তালুকদার এবং আবুল কাশেম গাজী।

প্রথম শ্রেণির ছাত্র ইফতিয়াজ হোসেনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও চতুর্থ শ্রেণির ছাত্র কুশান চক্রবর্তীর গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মায়েদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মাতা সরকারি টেকনিক্যাল স্কুলের সহকারী শিক্ষক শিরিন আক্তার ও পিতাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষার্থী ইফতেখার মাহমুদের বাবা রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। আমন্ত্রিত অতিথিগণ স্কুলের ডিজিটাল মাধ্যমে ফলাফল প্রকাশের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের সাথে সাথে সকল অভিভাবক তাদের মোবাইল ফোনে বার্ষিক চূড়ান্ত মূল্যায়নের ফলাফল পেয়ে যান। পাশাপাশি অটোমেশনের মাধ্যমে প্রস্তুতকৃত ফলাফল বিবরণীর কপি উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণের মাঝে বিতরণ করা হয়। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়ন কার্ড অভিভাবকদেরকে বিস্তারিত বুঝিয়ে দিয়ে বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিগণ তাদের বক্তব্যে স্কুলের কার্য়ক্রমের ভূয়সী প্রশংসা করে ২০২৩ সালের প্রথম ব্যাচের এসএসসি পরীক্ষার্থীরা শতভাগ পাসসহ ভালো ফলাফল প্রকাশ করায় সন্তুষ্টি প্রকাশ করেন। তারা বর্তমান শিক্ষা-কারিকুলাম বিষয়ে গুজবে কান না দিয়ে এর সঠিক ও বাস্তবিক দিক তুলে ধরে এর বাস্তবায়নে সহযোগিতা করার জন্যে অভিভাবকদের অনুরোধ জানান।

শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণির সকল শাখায় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার এবং গর্বিত মায়েদেরকে উৎসাহ পুরস্কার প্রদান করা হয়। তাছাড়াও শেখ রাসেল চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অন্যান্য সংস্থা ও প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় সপ্তম শ্রেণির ছাত্রী মরিয়ম সুলতানা সারা, উম্মে হাবিবা এবং চতুর্থ শ্রেণির ছাত্র জুবায়ের পিয়াসকে স্কুলের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

প্রধান শিক্ষক ফৌজিয়া আক্তারের তত্ত্বাবধানে ও দিক-নির্দেশনায় উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সহকারী প্রধান শিক্ষক আসমা খানম, সিনিয়র শিক্ষক মনোয়ারা বেগম, ফিরোজা বেগম, নাজমুন নাহার, সহকারি শিক্ষক শুভ্র রক্ষিত, রাবেয়া সুলতানা, রাহিমা আক্তার, ফারজানা আরশ্বাদ রূপা, রেজাউল করিম, নাজমুন নাহার মিলি, হ্যাপী আক্তার, শিল্পী রাণী ঘোষ, শাহিনা খানম, নাসরিন সুলতানা, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইসমাইল হোসেন, রুইআজমানিকা, মরিয়ম খানম, নুসরাত জাহান, সুমি আক্তার, শিমুল তাহসিন, নাসিমা আক্তার ও আইরিন আক্তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়