শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে ড. শাহজাহানের নোঙ্গর প্রতীকের ব্যাপক গণসংযোগ

নুরুল ইসলাম ফরহাদ ॥
ফরিদগঞ্জে ড. শাহজাহানের নোঙ্গর প্রতীকের ব্যাপক গণসংযোগ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনে সংসদ সদস্য প্রার্থী দলের মহাসচিব ও মুখপাত্র ড. মোঃ শাহজাহানের সমর্থনে নির্বাচনী গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়েছে।

২৬ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী ফরিদগঞ্জ নির্বাচনী এলাকার বিভিন্ন বাজার ও বাড়ি বাড়ি গণসংযোগ ও প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি এবং দেশ-বিদেশে তার সামাজিক, সাংস্কৃতিক ও সাংগঠনিক এবং রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডসহ নোঙ্গর প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ ও নোঙ্গর প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।

এ সময় নেতা-কর্মী ও সমর্থকরা ফকির বাজার, চালিয়াপাড়া, মনতলা মিজি বাড়ি, টনি বাড়ি, চালিয়াপাড়া বেপারী বাড়ি, আরিফ সুপার মার্কেট, গল্লাক দক্ষিণ, চিলখালিয়া বেপারী বাড়ি, গল্লাক বাজার, গল্লাক ওয়াপদা, কামতা বাজার, একতা বাজার, মূলপাড়া পাটওয়ারী বাড়ি, দলমগর (বালিথুবা), রতন বাড়ি, তপাদার বাড়ি, দক্ষিণ ইসলামপুর, ওয়াপদা, ইসলামপুর বাজার, কাজী বাড়ি, মিজি বাড়ি, ওয়াপদা খাড়খাদিয়া, ঔষধ বাড়ি, বুলু ডাক্তারের ব্রিজ, গোয়ালভাওর বাজার, ঢালী বাড়ি, মিজি বাড়ি, জলিস খাঁর পোল, আইলের রাস্তা, হাঁসা মাদ্রাসা বাজার, নয়াহাট বাজার, গুপ্টি বাজার, শেখ বাড়ি, ঠাকুর বাড়ি, মজুমদার বাড়ি, গুপ্টি সর্দার বাড়ি, কর্মকার বাড়ি, রেজাউল করিম স্বপন-এর বাড়ি, বৈচাতরী গ্রামের কিছু দোকানপাট, পুবের বাড়ি, গল্লাক বাজার, টোরা মুন্সিরহাট, পাটোয়ারী বাজার, শাহী বাজার, চৌরঙ্গী বাজার, কড়ৈতলী বাজার, আনন্দ বাজার, সাহাপুর, চরহোগলা, কালির বাজার, নারকেলতলাসহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর নেতা-কর্মীসহ প্রতিটি এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়