প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০
উত্তর রাজাপুর তা’লিমুল কুরআন মাদ্রাসার উদ্বোধন
ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা উত্তর রাজাপুর উকিল বাড়ি তা’লিমুল কুরআন মাদ্রাসার শুভ উদ্বোধন হয়েছে। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার মাদ্রাসাটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার প্রিন্সিপাল হাঃ ক্বারী মোঃ আনাছ আমিনীর ছোট ভাই মাওঃ আবুল হাসানাত আমিনী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইলিয়াস ফরিদী সাহেব (সিনিয়র মহাদ্দিস জাফরাবাদ মাদ্রাসা, চাঁদপুর)। উপস্থিত ছিলেন মাওলানা জাকির হোসেন, মাওঃ মোস্তফা কামাল, হাফেজ মোঃ আমির হোসেন, মাওলানা শহিদুল ইসলাম, মুতাওয়াল্লি ক্বারী মোঃ রুহুল আমিন উকিল প্রমুখ। উক্ত মাদ্রাসায় আগ্রহীদের সন্তানকে ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন : প্রিন্সিপাল হাঃ ক্বারী মোঃ আনাছ আমিনী মুঠোফোন : ০১৬১৯২৭৫০৪০।