শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জের ‘আশার আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শামীম হাসান ॥
ফরিদগঞ্জের ‘আশার আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নানা আয়োজনে ফরিদগঞ্জে আশার আলো সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ২৫ ডিসেম্বর সোমবার ফরিদগঞ্জ মাদীনাতুল উলুম মাদরাসা মিলনায়তনে তিনদিনব্যাপী কর্মসূচির সমাপনি পর্বের মাধ্যমে সংগঠনটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সম্পন্ন করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ইব্রাহিম খলিল শাকিলের সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলামের পরিচালনার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরবসন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম। এ সময় তিনি বলেন, আমি আশার আলো সংগঠনটির কর্মসূচি দেখে অনন্দিত এবং সন্তুষ্ট। আমি বিশ্বাস করি, এই যুবকদের মাধ্যমে প্রকৃত মানবকল্যাণ করা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা এনামুল হক, মাওলানা আবু উবাইদা প্রমুখ।

এদিন দুপুর ২টার সময় কোরআন পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের অংশ ছিলো শীতবস্ত্র বিতরণ, কেক কাটা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, রক্তদান ও বৃক্ষরোপণ। সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অবদান রাখার স্বীকৃতিসরূপ সংগঠনটির কয়েকজন সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের বিগত দিনের কর্মসূচি দেখে সন্তুষ্টি প্রকাশ করে সংগঠনটির স্বেচ্ছাসেবীদের ভূয়সী প্রশংসা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়