শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ফেসবুকে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে মিথ্যা অপপ্রচারে থানায় জিডি

মেহেদী হাসান ॥
ফেসবুকে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে মিথ্যা অপপ্রচারে থানায় জিডি

কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক)-এ ফেক আইডি খুলে মিথ্যা, অসত্য ও মানহানিকর স্ট্যাটাস দিয়ে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। গত বুধবার রাতে কচুয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ওমর ফারুক সাইম বাদী হয়ে কচুয়া থানায় ওই আইডির বিরুদ্ধে জিডি করেন। যার নং ১০৮৬, তারিখ ২০/১২/২০২৩ খ্রিঃ।

জানা গেছে, গত কয়েক মাস ধরে কে বা কারা ‘Marwa Safa’ নামের একটি আইডি থেকে ইলেকট্রনিক্স ওয়বেসাইট ও ডিভাইসের মাধ্যমে কচুয়া প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অপমান, অপদস্থ ও কুরুচিপূর্ণ পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে যাচ্ছে। বিষয়টি তদন্তপূর্বক ওই দোষী ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এদিকে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, মানহানিকর পোস্ট দেয়া Marwa Safa আইডি ব্যবহারকারীকে খুঁজছে কচুয়া থানা পুলিশ।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেয়ার বিষয়ে জিডির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তদন্তপূর্বক দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়