শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০

লাঙল মার্কার পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন প্রার্থী অ্যাডঃ মহসীন খান

গোলাম মোস্তফা ॥
লাঙল মার্কার পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন প্রার্থী অ্যাডঃ মহসীন খান

চাঁদপুর-৩ আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী অ্যাডঃ মহসীন খানের সাঁটানো পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজ ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়েছেন প্রার্থী অ্যাডঃ মহসীন খান।

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডঃ মহসীন খানের পক্ষে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও ইউনিয়নগুলোর বিভিন্ন স্থানে সাঁটানো লাঙল মার্কার পোস্টার ও ব্যানারগুলো কে বা কারা রাতের আঁধারে ছিঁড়ে ফেলে।

এ নিয়ে আক্ষেপ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। এ ঘটনার বিষয়ে অ্যাডঃ মহসীন খানের সাথে কথা হলে তিনি বলেন, আমি মাত্র একটি নমুনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিকভাবে অবহিত করেছি। তিনি আরো বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়