প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০
টানা চতুর্থ বার জেলার শ্রেষ্ঠ করদাতা রোটাঃ রুহিদাস বণিক
৪র্থ বারের মতো জেলার শ্রেষ্ঠ করদাতার পুরস্কার পেলেন হাজীগঞ্জের রোটাঃ রহিদাস বণিক। প্রথম শ্রেণির ঠিকাদার, হাজীগঞ্জ বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক রোটাঃ রুহিদাস বণিক ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কুমিল্লার কান্দিরপাড়ের দেশবন্ধু কনভেনশন হলে পুরস্কারের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।
কর অঞ্চল কুমিল্লার আয়োজনে উক্ত অনুষ্ঠানে চাঁদপুর জেলাসহ ছয় জেলার ৪৯ জনকে সেরা করদাতার সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কর নীতি সদস্য ড. সামস উদ্দিন আহমেদ। কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার মোঃ গোলাম কবিরের সভাপ্রধানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার কাজী তৌহিদ আখতার। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন কর অঞ্চল কুমিল্লার অতিরিক্ত কর কমিশনার সামিনা ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম কর কমিশনার আব্দুল মালেক।
উল্লেখ্য, হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ বণিক বাড়ির সন্তান রোটাঃ রুহিদাস বণিক এর আগে ২০১০, ২০১১ ও ২০১৬ সালে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়েছিলেন।
তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলার শাখার দীর্ঘ ক’বছর যাবৎ সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও হাজীগঞ্জের সামাজিক সংগঠন বনফুল সংঘের নির্বাচিত সভাপতি। তিনি হাজীগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ মৈত্রী শিশু উদ্যানের পরিচালক (অর্থ), হাজীগঞ্জ সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, উচ্চঙ্গা ইসকন মন্দিরের সভাপতিসহ অনেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।