শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০০:০০

ছেংগারচর বাজারে আগুনে ৩ দোকান পুড়ে গেছে
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তরে আগুনে ৩ দোকান পুড়ে গেছে। এতে প্রায় সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা যায়, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছেংগারচর বাজারে ৫ অক্টোবর বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানান, রাত পৌনে ২টার দিকে হঠাৎ করে কৃষি ব্যাংকের পাশের একটি দোকানে আগুন জ্বলতে দেখেন ব্যাংকের কর্মকর্তা বিধান বাবু। পরে তিনি দোকান মালিকদের এবং ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে জানান। এরই মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে নূরে আলম সরকারের হাটওয়ারী দোকান, পাশের বিপ্লবের কামার দোকান ও বিশুর কামার দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা এগিয়ে এসে প্রায় ৪০মিনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে মূল্যবান মালামাল পুড়ে অন্তত সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। তবে আগুনের সূত্রপাত কিসের থেকে তা কেউ বলতে পাড়ছে না।

হার্ডওয়্যার দোকান মালিক নূরে আলম সরকার জানান, অন্যদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে যাই। রাত পৌনে ২টার সময় কৃষি ব্যাংকের বিধান বাবু আমাকে ফোন দিয়ে এ খবর জানান। এসে দেখি দোকানের সকল মালামাল পুড়ে গেছে। এতে আমার ১কোটি ১৭ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। কে বা কারা এ কাজ করেছে তা আমি জানি না। তবে আমার দোকানে কয়েল জ্বালানো ছিল না।

বিপ্লব কর্মকার জানান, তার দোকানে থাকা প্রায় ৩লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিশু কর্মকার জানান, তার দোকানে থাকা যে মালামাল ক্ষতি হয়েছে তার পরিমাণ ৪/৫ লাখ টাকার মতো।

মতলব উত্তর ফায়ার সার্ভিস ধারণা করছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি দোকানের ভিতর আগুন জলছে। পরে সাটার ভেঙে ভিতরে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়