শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০০:০০

মতলব দক্ষিণে ভানুরপাড় প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের পরিচিতি ও বৃক্ষ রোপণ উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি ॥

মতলব দক্ষিণে ভানুরপাড় প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের পরিচিতি সভা ও বৃক্ষ রোপণ অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট শুক্রবার বিকেলে ভানুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য মোঃ হাবিবুল্লাহ হবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন হাওলাদার। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাদা-কালো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ সোহেল সরকার।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ সফিউল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, শেখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল করিম সেলিম, নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, মিয়াজী ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন মিয়াজী, পাটোয়ারী ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহসিন পাটোয়ারী, হিউম্যানিটিজ অর্গানাইজেশনের সভাপতি ফরহাদ আহমেদ আলী, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, আমরা মতলবের জনগণের প্রতিষ্ঠাতা মোঃ জিসান, সারা ফাউন্ডেশনের সভাপতি মোঃ আমিরুল ইসলাম রাসেল প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ আল আমিন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়