বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ০০:০০

চাঁদপুরের প্রথম শহিদ কালাম-খালেক-সুশীল-শংকর দিবসে শ্রদ্ধাঞ্জলি
প্রেস বিজ্ঞপ্তি ॥

৩ এপ্রিল মুক্তিযুদ্ধে চাঁদপুরের প্রথম শহিদ কালাম-খালেক-সুশীল-শংকর দিবস। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে শহিদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শহিদ কালাম-খালেক-সুশীল-শংকর স্মৃতি সংসদের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অ্যাডঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, বীর মুক্তিযোদ্ধা বাসুদের মজুমদার, ডাঃ মিজানুর রহমানসহ আরও অনেকে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল চন্দ্র দাস, সদস্য জহির উদ্দিন বাবর ও সদর উপজেলা কমিটির সদস্য সরদার আবুল বাশার। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রনজিত সরকার, জাফর আহম্মেদ প্রমুখ।

উদীচীর পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সম্পাদক মণ্ডলীর সদস্য প্রশিকা সরকার, আবৃত্তি সম্পাদক দীপান্বিতা দাস।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় পরিষদ সদস্য ও জেলার সাবেক সভাপতি প্রণব ঘোষ, জেলা সংসদের সদস্য পৃথ্বিরাজ দত্ত এবং দীপান্বিতা দাস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়