শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ০০:০০

মধ্য আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
হাছান খান মিসু ॥

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, প্রশিক্ষিত শিক্ষক ও উপযুক্ত পরিবেশের মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক শিক্ষা প্রদান করা হচ্ছে। অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাবেন ও সুশিক্ষায় শিক্ষিত করে উন্নত দেশ গঠনে ভূমিকা রাখবেন। তিনি চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের মধ্য আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে এ কথা বলেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই নতুন নতুন ভবন তৈরি হচ্ছে শেখ হাসিনা ক্ষমতা আছে বলেই শিক্ষকের প্রশিক্ষণ ব্যবস্থা রয়েছে ও শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব হচ্ছে। শিক্ষামন্ত্রী আরো বলেন, বছরের প্রথমদিন বিনামূল্যে বই বিতরণসহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন শেখ হাসিনা ক্ষমতায় রয়েছেন বলেই সম্ভব হচ্ছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চাহিদাভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের চারতলা ভিতের উপর প্রস্তুতকৃত ভবনের প্রথম পর্যায়ের নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথাগুলো বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, আবিদা সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহানাজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফা বেগম প্রমুখ।

এরপর শিক্ষামন্ত্রী আশিকাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ও আমিন মাস্টারের বাড়ির পাশে খালের উপর নির্মিত ব্রিজ উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়