শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ জুলাই ২০২২, ০০:০০

ফরিদগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কমিটি গঠন নিয়ে মতভেদ
ফরিদগঞ্জ ব্যুরো ॥

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার গঠিত সর্বশেষ কমিটি নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানেন না বলে প্রত্যাখ্যান করে প্রেসবিজ্ঞপ্তি দিয়েছেন উপজেলার নির্বাচিত ৪জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

গত ২৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফ খান এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন রিপনের যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানান, গত ১৬ জুলাই ফরিদগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ চাঁদপুরের একটি রেস্টুরেন্টে চা-চক্রে মিলিত হন। আলোচনার একপর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি গঠন নিয়ে আংশিক আলোচনা হয়। পরবর্তীতে উপস্থিত চেয়ারম্যানগণের আলোচনার প্রেক্ষিতে কমিটি গঠন নিয়ে পুনরায় বৈঠক করার সিদ্ধান্ত হয়। কিন্তু মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন মিডিয়ায় কমিটি গঠন শীর্ষক সংবাদ দেখতে পাই, যা আমাদের হতবাক করেছে। তাই আমরা এই কমিটি বিষয়ে না জানায় তা প্রত্যাখ্যান করছি এবং একই সঙ্গে সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়