প্রকাশ : ০২ জুন ২০২২, ০০:০০
কচুয়ায় ধান, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুতকরণের মাধ্যমে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে অস্বাভাবিক দাম বৃদ্ধি রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। ১ জুন (বুধবার) বিকেলে কচুয়া পৌর বাজারের বিভিন্ন চালের আড়ৎ, খুচরা ও পাইকারি দোকানে এ অভিযান পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন। এ সময় কচুয়া উপজেলা খাদ্য কর্মকর্তা শেখ আব্দুস সালামসহ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) দেলোয়ার হোসেন অভিযানে সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন বলেন, পণ্যের জোগান সরবরাহ ঠিক রেখে দ্রব্যাদির বাজারমূল্য স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছ। এ সময় দোকান মালিক ও ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।