প্রকাশ : ৩০ মার্চ ২০২২, ০০:০০
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার জগন্নাথ ধাম মন্দিরের জায়গা জোরপূর্বক দখল-চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দু গ্রুপের সংঘর্ষ হয় এবং স্থানীয় সাংসদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মন্দিরের পূর্বদিকে আবু ইউসুফ প্রবণ, স্থানীয় ইউপি সদস্য বিল্লাল ও মায়মুনা গং ট্রাক দিয়ে জোরপূর্বক বালু ভরাট করে মন্দিরের জায়গা দখলের চেষ্টা করে। মন্দির কমিটির লোকজন বালু ভরাটে বাধা দিলে দু’পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ হয়। এ সময় সাচার গ্রামের হাসমত সরকারের ছেলে লাকশিবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহীম সরকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ইব্রাহীম সরকারকে আটক করে সাচার পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।
এদিকে মন্দিরের জায়গা দখল-চেষ্টার ঘটনায় সংঘর্ষের সংবাদ পেয়ে স্থানীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির নির্দেশে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্যাহ ও কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক তারা মন্দির কমিটির নেতৃবৃন্দ ও উপজেলা হিন্দু নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বৈঠকে বসেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ইব্রাহীম সরকারের পক্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির হোসেন মুচলেকা দিলে তাকে ছেড়ে দেয়া হয় এবং ঘটনাস্থল থেকে বালু সরিয়ে ফেলা হয়।