শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ মার্চ ২০২২, ০০:০০

স্বাধীনতা দিবসে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আলোচনা ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার ॥

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চাঁদপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে মহিলাদের মাঝে বিভিন্ন খেলাধুলা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বিকেলে চাঁদপুর সরকারি মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি সশ্রদ্ধ অভিবাদন জানান।

অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর শারমিন আক্তারের সভাপ্রধানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিপ্রা দাসের সার্বিক পরিচালনায় ও উপাধ্যক্ষ আফরোজা খাতুন মেরির সঞ্চালনায় অতিথিদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার আক্তার জাহান সাথী। আরো বক্তব্য রাখেন সংগঠনের নেত্রী অধ্যাপিকা ফেরদৌসী বেগম, আয়েশা রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়েই ছিল উৎসবের আমেজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়