শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ মার্চ ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা সমাপ্ত
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ থেকে ২৩মার্চ সপ্তাহব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তির উৎসব সমাপ্ত হয়েছে। বুধবার বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।

তিনি তার বক্তব্যে বলেন, দেশ ও জাতির পরম সৌভাগ্যের বছর, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফরিদগঞ্জে উদ্যাপিত হয়েছে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে মুক্ত করে আমাদের দিয়েছেন স্বাধীনতা। আমরা পেয়েছি একটি লাল সবুজের দেশ। ফরিদগঞ্জে যত উন্নয়ন হয়েছে তার কৃতিত্ব আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জের বিভিন্ন সড়কের উন্নয়ন হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, মানুষের জীবনযাত্রার উন্নয়ন হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমরা একটু ভিন্নতা এনেছি। মেলায় আগত দর্শনার্থী ও শিক্ষার্থীরা মেলায় এসে সন্তোষ প্রকাশ করেছেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, ডেপুটি কমান্ডার আলী আহমেদ, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ও সাবেক সভাপতি নুরুন্নবী নোমান। এ সময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলছে এ মেলা। এছাড়া বঙ্গবন্ধুকে নতুন প্রজম্মের কাছে তুলে ধরতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও প্রবীণ মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ।

এ উপলক্ষে মেলায় আগত দর্শনার্থীরা প্রতিদিনই উপভোগ করছেন মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়