প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ০০:০০
হাজীগঞ্জে ২৪ ঘন্টায় তথা গত ২ জুলাই ৭ আসামীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ টিম। গ্রেফতারকৃতদের সকলের নামে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে ও সবাই জিআর মামলার আসামী।
থানা পুলিশ সূত্র জানায়, হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) জয়নাল আবেদীন-১, এএসআই নাজিম, এএসআই মোজাম্মেল হক, এএসআই মকবুল হোসেন, এএসআই আবুল খায়ের, এএসআই ধীমান বড়ুয়া তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় হাজীগঞ্জ থানার মামলা নং-১৩, তাং-০৭/১২/২০২০ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩৭৯/৫০৬(২) পিসি, জিআর নং-৩৫৭/২০ (হাজীগঞ্জ)-এর গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামীদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে তৈয়ব আলী (৫৫), তৈয়ব আলীর ছেলে আহসান হাবীব (২৮), মৃত সোনা মিয়ার ছেলে সিরাজ মিয়া (৫০), সিরাজুল ইসলামের ছেলে মোঃ মহসিন (২৬), মোঃ জাফরের ছেলে সোহাগ (২৪), সুজন (২৪) ও গোলামের ছেলে আল-আমিন (২২)।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, গ্রেফতারকৃত সবাইকে আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।