শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ০০:০০

হাজীগঞ্জে ১ দিনে ৭ আসামী গ্রেফতার
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে ২৪ ঘন্টায় তথা গত ২ জুলাই ৭ আসামীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ টিম। গ্রেফতারকৃতদের সকলের নামে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে ও সবাই জিআর মামলার আসামী।

থানা পুলিশ সূত্র জানায়, হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) জয়নাল আবেদীন-১, এএসআই নাজিম, এএসআই মোজাম্মেল হক, এএসআই মকবুল হোসেন, এএসআই আবুল খায়ের, এএসআই ধীমান বড়ুয়া তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় হাজীগঞ্জ থানার মামলা নং-১৩, তাং-০৭/১২/২০২০ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩৭৯/৫০৬(২) পিসি, জিআর নং-৩৫৭/২০ (হাজীগঞ্জ)-এর গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামীদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে তৈয়ব আলী (৫৫), তৈয়ব আলীর ছেলে আহসান হাবীব (২৮), মৃত সোনা মিয়ার ছেলে সিরাজ মিয়া (৫০), সিরাজুল ইসলামের ছেলে মোঃ মহসিন (২৬), মোঃ জাফরের ছেলে সোহাগ (২৪), সুজন (২৪) ও গোলামের ছেলে আল-আমিন (২২)।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, গ্রেফতারকৃত সবাইকে আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়