প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ২১:৩০
কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করায় ভেকু অপসারণ ও ট্রাক্টর বিকল
কচুয়ায় জমির উর্বর মাটি কেটে পুকুর খনন এবং মাটি বিক্রি করা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একটি ভেকু মেশিন অপসারণ ও ট্রাক্টর বিকল করে দিয়েছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি।নবৃহস্পতিবার বিকেলে উপজেলার কাদলা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি বলেন, ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির সংবাদ পেয়ে কাদলা ইউনিয়নের বাতাবাড়িয়া ও দোঘর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রির অপরাধে দোঘর গ্রামে একটি ভেকু অপসারণ ও বাতাবাড়িয়ায় একটি ট্রাক্টর বিকল করে দেওয়া হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, খাদ্য উৎপাদন বৃদ্ধি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি আমরা। কৃষিজমির উপরিভাগের মাটি কাটার ফলে কৃষি উৎপাদন ব্যাহত হবে। এ বিষয় আমরা সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখছি। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কৃষি সমৃদ্ধ উপজেলা বিনির্মাণে আমরা বদ্ধপরিকর। তাই কৃষিজমি ধ্বংস করে পুকুর তৈরি বা মাটি বিক্রির সুযোগ কাউকে দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ভূমি আইন অমান্য করে অবৈধভাবে কচুয়ায় ফসলি জমির মাটি বিক্রি করেই চলছে অসাধু মাটিখেকো ব্যবসায়ীরা। এ নিয়ে বৃহস্পতিবার দি ডেইলি ট্রাইব্যুনাল ও বিভিন্ন অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদটি প্রশাসনের নজরে এলে বিকেলেই অভিযান পরিচালনা করা হয়।