প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ২১:৫৭
চান্দ্রায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান
জামাতে ইসলামীর মূল লক্ষ্য হচ্ছে মানবতার সেবা, সামাজিক ন্যায়-নীতির প্রতিষ্ঠা করা : জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন শাখার উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেছেন, আজকের এই শুভ দিনে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। মহান আল্লাহর অশেষ রহমতে আমরা আজ একত্রিত হয়েছি শীতবস্ত্র বিতরণের জন্যে। এই দুঃসময়ে যারা শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছেন, তাদের সহায়তা করার একটি ক্ষুদ্র প্রয়াস হতে পারে আমাদের এই আয়োজন। জামাতের পক্ষ থেকে আজ যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, তা যেন শুধু শীত নিবারণের জন্যে না হয়ে বরং সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধের বহিঃপ্রকাশ হয়।
বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি ২০২৫ ) বিকেল ৪ টায় চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তার মার্কেট মাঠে বিপুল সংখ্যক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, জামাতে ইসলামীর মূল লক্ষ্য হচ্ছে মানবতার সেবা, সামাজিক ন্যায়-নীতির প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করা। এই ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই এবং সমাজে শান্তি ও মৈত্রী প্রতিষ্ঠার প্রয়াসী হতে চাই।
আমরা জানি, শীতকালে গরিব ও অসহায় মানুষদের জন্যে জীবনযাপন অনেক কঠিন হয়ে পড়ে। বিশেষ করে যারা কোনোভাবে নিজস্ব শীতবস্ত্র সংগ্রহ করতে পারেন না, তাদের জন্যে শীতকাল ভয়াবহ। জামাতে ইসলামী প্রতিনিয়তই এ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে, যাতে মানুষ তাদের মৌলিক প্রয়োজনীয়তা পূরণ করতে পারে এবং সমাজে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠিত হয়।
আমি সবাইকে আহ্বান জানাই, আসুন, আমরা সকলে মিলে একটি মানবিক সমাজ গড়ার জন্যে কাজ করি। এই শীতবস্ত্র বিতরণের মাধ্যমে যদি আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি, তাহলে আমাদের সবার জীবন আরো সুখী এবং শান্তিময় হবে।
এই আয়োজনের সফলতা আল্লাহর ওপর নির্ভরশীল। আমি দোয়া করি, আল্লাহ আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে গ্রহণ করুন এবং আমাদের এই কর্মগুলো সমাজে সঠিক দৃষ্টান্ত হয়ে উঠুক। সবশেষে আমি সকলকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন।
ইউনিয়ন জামাতে ইসলামীর সভাপতি সাইফুল ইসলাম ইকবাল খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট শাহজাহান খান ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মনির হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, প্রকাশনা সম্পাদক আ. কাদিরসহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।