প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:২৬
কচুয়া পৌরসভায় তারুণ্যের উৎসবের কর্মশালা
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানে কচুয়া পৌরসভার আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) পৌরসভার সম্মেলন কক্ষে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী ।
কচুয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির আলম নসুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) বাপ্পী দত্ত রনি ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফজলুল হক। পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, সুধীজন, বঙ্গবন্ধু সরকারি কলেজ, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় ও আল ফাতেহা মাদ্রাসার শিক্ষার্থীগণ কর্মশালায় অংশ নেন।