শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১২:৫০

লক্ষ্মীপুর গুলিচালনা: ফেরারি চেষ্টা ব্যর্থ, ছাত্রলীগ নেতা ধরা,

লক্ষ্মীপুরের রক্তাক্ত রাত

মো. জাকির হোসেন
লক্ষ্মীপুরের রক্তাক্ত রাত
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করে।

লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত জানান, শাহীন আলম ৪ আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। ইমিগ্রেশন পুলিশের কাছে তার বিরুদ্ধে পূর্বেই চিঠি পাঠানো হয়েছিল। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে আদালতে সোপর্দ করা হয়, যেখানে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর গুলি ও হামলা চালায়। এতে চার শিক্ষার্থী নিহত এবং দুই শতাধিক লোক আহত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের হাজারও নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সেদিনের ঘটনায় ছাত্রলীগ নেতা শাহীন আলমকে অস্ত্র হাতে গুলি চালাতে দেখা যায়, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক এম পারভেজ ও হামজা মাহাবুবকে বিভিন্ন দেয়ালে লিখে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এছাড়া, আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শিক্ষার্থী সাদ আল আফনান পাটওয়ারী এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তার মা নাছিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপরতা বাড়িয়েছে এবং তদন্ত কার্যক্রম জোরদার করেছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়