প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:২০
সৌদি আরবে আকস্মিক বন্যায় বিপর্যস্ত মক্কা-মদিনা, রেড অ্যালার্ট জারি
মক্কা-মদিনায় বন্যা: পৃথিবী কাঁপানো ঘটনা
সৌদি আরবে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মক্কা, মদিনাসহ রাজধানী রিয়াদ ও অন্যান্য অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ করে পবিত্র নগরী মক্কা ও মদিনার অবস্থার অবনতি ঘটেছে।
|আরো খবর
মক্কা-মদিনায় ভয়াবহ পরিস্থিতি মক্কার আল-আওয়ালি এলাকায় ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, তীব্র স্রোতের পানিতে গাড়িগুলি ভেসে যাচ্ছে, এবং অনেক ভবনের নিচতলা পানির নিচে তলিয়ে গেছে। মদিনার মসজিদে নববী ও কুবা মসজিদের কাছেও ব্যাপক বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বন্যায় ক্ষয়ক্ষতির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সড়কে গাড়ি এবং বিভিন্ন অবকাঠামো পানির নিচে তলিয়ে গেছে। অনেক এলাকায় জনগণ বন্যার পানিতে আটকে পড়েছেন। রাজধানী রিয়াদসহ মধ্যাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির ও জাজান প্রদেশেও বন্যার প্রভাব পড়েছে।
সতর্কতা ও উদ্ধার কার্যক্রম সৌদি আরবের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনগণকে নিচু এলাকা থেকে সরে যেতে এবং সরকার নির্দেশিত নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃষ্টিপাতের রেকর্ড সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, বদর প্রদেশের আল-শাফিয়ায় ৪৯.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। জেদ্দার আল-বাসাতিনে ৩৮ মিমি এবং মদিনার কেন্দ্রীয় হারাম এলাকায় ৩৬.১ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ভবিষ্যৎ পরিস্থিতি ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। নিচু এলাকাগুলোর বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার কাজ চলছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত নগরায়ন এ ধরনের দুর্যোগ বাড়িয়ে তুলছে। সৌদি সরকারের উচিত উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং বন্যা প্রতিরোধক অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানো।
সৌদি আরবে এমন আকস্মিক বন্যা বিরল ঘটনা। তবে, পরিবেশগত পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের ফলে ভবিষ্যতে এমন পরিস্থিতি আরও ঘন ঘন দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডিসিকে/এমজেডএইচ