বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৫:৪৭

এনসিপি নেতৃবৃন্দ হাজীগঞ্জে উদ্বোধন করলেন 'শহীদ আজাদ চত্বর'

কামরুজ্জামান টুটুল।।
এনসিপি নেতৃবৃন্দ হাজীগঞ্জে উদ্বোধন করলেন 'শহীদ আজাদ চত্বর'
এনসিপি নেতৃবৃন্দ হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাতে অংশ নিচ্ছেন। ছবি : চাঁদপুর কণ্ঠ।

এনসিপি নেতৃবৃন্দ হাজীগঞ্জের চৌরাস্তা বিশ্বরোড এলাকায় উদ্বোধন করেছেন শহীদ আজাদ চত্বর। চাঁদপুরে পদযাত্রা শেষে কুমিল্লাতে যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দ বুধবার (২৩ জুলাই ২০২৫) দুপুরে দোয়ার মাধ্যমে আজাদ চত্বর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক মো. নাসীরুদ্দীন পাটোয়ারী।

ফিতা কেটে শহীদ আজাদ চত্বরের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন শহীদ আজাদ সরকারের ছেলে, ছাত্রদলের ওয়ার্ড সভাপতি আহমেদ কবির হিমেল। সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক মো. নাসীরুদ্দীন পাটোয়ারী। এ সময় দলটির কেন্দ্রীয় ও জেলাসহ হাজীগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক, হাজীগঞ্জের কৃতী সন্তান মো. মাহাবুব আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জেলায় জেলায় এনসিপির পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আমাদের নেতৃবৃন্দ চাঁদপুরে শহীদ পরিবারগুলোর সাথে দেখা করে তাদের সাথে কুশল বিনিময় এবং তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এরপর শাহরাস্তি যাওয়ার পথে হাজীগঞ্জের শহীদ আজাদ সরকারের নামে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ ‘শহীদ আজাদ চত্বর' উদ্বোধন করেন।

উল্লেখ্য, ৪ আগস্ট ২০২৪ বিকেলে নিজ বসতবাড়ির সামনে আজাদ সরকারকে কুপিয়ে আহত করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই কুমিল্লার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়